নিজস্ব প্রতিবেদন: নতুন বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan Ruhi)। অশোকনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে খোলা জিপে প্রচার করছিলেন নুসরত। প্রায় এক ঘণ্টা প্রচারের পর, নুসরত জিপ থেকে নামতে চাইলে তাঁকে আরও আধ ঘণ্টা প্রচারের অনুরোধ জানান এলাকার তৃণমূল নেতারা। ঠিক তখনই বেঁকে বসেন নুসরত। আলটপকা বলে বসেন, ‘মুখ্যমন্ত্রীর জন্যেও এতটা করি না। ঠাট্টা করছ?’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সঙ্গে সঙ্গে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই প্রসঙ্গে Zee ২ ৪ ঘণ্টার তরফ থেকে নুসরতের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, নুসরত মেজাজ হারাননি। শনিবার প্রচার চলাকালীন হঠাৎই জিপের ড্রাইভার জোরে ব্রেক কষলে কোমরে চোট পান বসিরহাটের সাংসদ। তখনই তিনি গাড়ি থেকে নেমে যেতে চান। এলাকার তৃণমূল নেতারা সেটা কিছুতেই বুঝতে চাইছিলেন না। প্রথমে হাত নেড়ে ইশারা করেন তিনি। পরে জিপ থেকে নেমে যান।


আরও পড়ুন-Filmfare 2021: মরণোত্তর সম্মান পেলেন ইরফান খান, সেরা অভিনেত্রী তাপসী, আর কে কী পেলেন দেখুন



এদিকে ভিডিও ক্লিপ বলছে, অশোকনগরের প্রার্থীর পাশেই দাঁড়িয়ে তখন নুসরত। একজন কর্মকর্তা নুসরতকে বলেন, সামনের রাস্তাটা আরও অনেকটাই লম্বা। কিন্তু আপনাকে পুরোটা যেতে হবে না। আর আধ কিলোমিটার মতো গেলেই হবে। সেই অনুরোধেই হঠাৎ মেজাজ হারান নুসরত। বলে ওঠেন, ‘আমি এক ঘণ্টার উপর Rally করছি। মুখ্যমন্ত্রীর জন্যেও এতটা করি না। ঠাট্টা করছ!‘