নিজস্ব প্রতিবেদন: টলিউডে মাফিয়ারাজ চলছে বলে অভিযোগ করেছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রূদ্রনীল ঘোষ। তার প্রতিবাদে রবিবার টলিপাড়ার কলাকুশলীদের নিয়ে মিছিলের ডাক দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু, বিতর্ক সৃষ্টি হল মিছিলের পর ফেডারেশনের একটি বিবৃতিকে ঘিরে। বিজেপি ঘনিষ্ঠ শিল্পীদের দাবি, অনুপস্থিত কলাকুশলীদের রীতিমতো হুমকি দিয়েছেন অরূপ বিশ্বাসের ভাই ফেডারেশন সভাপতি স্বরূপ। বিবৃতির সত্যতা স্বীকার করে ফেডারেশনের সম্পাদক অপর্ণা ঘটকের ব্যাখ্যা, 'বাবুল সুপ্রিয়দের অনুমতি দিয়ে সদস্যদের বিবৃতি পাঠাব না।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের আগে টলিউড দু'ভাগে বিভক্ত টলিউড। শুধু রাজনৈতিক দলকে সমর্থনই নয়, প্রার্থী হয়ে গিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। এর মধ্যেই বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ দাবি করেন, টলিউডে মাফিয়ারাজ চলছে। রূদ্রর ওই মন্তব্যের প্রতিবাদে রবিবার মৌন মিছিলের ডাক দেয় ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। ওই সংস্থার সভাপতি স্বরূপ বিশ্বাস ও সম্পাদক অপর্ণা একটি বিবৃতি জারি করে জানান, 'ফেডারেশনকে কালিমালিপ্ত করার প্রতিবাদে আজ ৪ এপ্রিল ২০২১-এ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া যে ধিক্কার মিছিলের আয়োজন করেছিল তাকে সুসংগঠিতভাবে পরিচালনা করার জন‍্য এবং তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের জন্য আমি আপনাদের সবাই কে ধন্যবাদ এবং  কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ যেভাবে সমস্ত কলাকুশলী নিজেদের অপমানের বিরোধিতা করতে ফেডারেশন এর পাশে দাঁড়িয়েছেন তা প্রশংসনীয়।' এরপরই বিতর্কিং সেই অংশ। বলা হয়েছে,'এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতাজ্ঞাপনের মধ্যেও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সমস্ত স্বনামধন্য কলাকুশলীরা যেমন ডিরেক্টর,আর্ট ডিরেক্টর, ক‍্যামেরা পার্সন, মেকআপ আর্টিস্ট প্রমুখরা আজকের এই ঐতিহাসিক মিছিলে যোগদান করলেন না, ফেডারেশনের অপমানের বিরোধিতা করলেন না, আগামীদিনে ফেডারেশন তাদের নিয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা করবে।'       


 


এই বিবৃতি ফেসবুকে পোস্ট করে বাবুল সুপ্রিয় লিখেছেন,'অরূপ বিশ্বাসের 'সুযোগ্য' ভাই স্বরূপ বিশ্বাসের 'চরম নৈরাজ্যের ক্যাপ্টিনশিপ-এ' চলা (আসলে চলতে বাধ্য করা) 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস্ অ্যান্ড ওয়ার্কার্স্ অফ ইস্টার্ন ইন্ডিয়া' তরফে জারি করা হয়েছে এটি। শেষের চারটি লাইন পড়ুন কি ভাবে স্পষ্ট ভাষায় 'ধমকি' দেওয়া হয়েছে। গতকালের মিছিলে যাঁরা এসেছিলেন, তাঁরাও এই দুই 'ভাই'এর অত্যাচারে তিতিবিরক্ত ও চূড়ান্ত অসন্তুষ্ট - এঁরাই এই দুই ভাইকে শুধু টালিগঞ্জ পাড়া ছাড়া করবেন তাই নয়, বিধানসভার নির্বাচনেও 'চুপ চাপ পদ্মে ছাপ' দিয়ে টিএমসি-কে বিপুল ভোটে পরাস্ত করবেন।'


 


 



শেষ দু লাইনে এই হুমকির পরেও কারোর সন্দেহ আছে ফিল্ম এন্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে মাফিয়া রাজ চলছে ?  ফেডারেশনকে...

Posted by Rupa Bhattacharjee on Monday, 5 April 2021

বিবৃতির পক্ষে সওয়াল করেছেন ফেডারেশনের সম্পাদক অপর্ণা ঘটক। Zee ২৪ ঘণ্টাকে তিনি জানিয়েছেন,'ফেডারেশন তো বলবেই এত লোক এল, এক-জন দু'জন এল না। আমরা কাউকে পাঠাইনি। আমরা তো কখনও তোলাবাজি করি না, মাফিয়াগিরি করি না। আমরা সদস্যদের গ্রুপে পাঠিয়েছি। আমাদের সদস্যদের কী বলব, সেটা বাবুল সুপ্রিয়দের কাছ থেকে অনুমতি নিয়ে করব না। তাই নিয়ে কারও মাথাব্যথা হওয়া উচিত নয়। মাফিয়ারাজ শুনেও যাঁদের গায়ে না লাগে না, তাঁরা কারা, সেটা তো জানতে চাই।'


আরও পড়ুন- West Bengal Election 2021: মাথা ভাঙা, পা ভাঙা কিন্তু ওরা Mamata-র হৃদয় ও মস্তিষ্ককে ভাঙতে পারেনি: Jaya