নিজস্ব প্রতিবেদন: শ্যামপুরে বিজেপির তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty) মিছিলে উপরে হামলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার শ্যামপুরের পলতাবেড়িয়াতে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। ওই সময়ে বিজেপি (BJP) মিছিলের উপরে হামলার অভিযোগ উঠল। বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty) অভিযোগ, তাঁদের মিছিল চলাকালীন কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। তাঁরা সকলেই তৃণমূলের বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। 


এ দিন আবার পুরুলিয়া রঘুনাথপুরে বিজেপির আর এক তারকা প্রার্থী শ্রাবন্তীর রোড শো ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিসের বিরুদ্ধে রোড শোয়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর পুলিসের সঙ্গে হাতাহাতিতে জড়ান বিজেপি সমর্থকরা। ঘটনায় আহত রঘুনাথপুর থানার আইসি।


আরও পড়ুন- West Bengal Election 2021:সবুজ-গেরুয়ায় বিভাজন Yash-Nusrat-র, মিলিয়ে দিল প্রচারের ছবি