নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কে ঘর বন্দি হলিউড থেকে বলিউড কিংবা টলিউডের সব তারাকা।  করোনা আতঙ্কের মধ্যে একাধিক সেলেব যখন ঘরে বন্দি, সেই সময় বিমানবন্দরে দেখা গেল আমির খান-কে।  শুধু তাই নয়, মাস্ক ছাড়াই আমিরকে দেখা যায় মুম্বই বিমানবন্দরে।  হাতে একটি নীল রঙের বালিশ নিয়ে সেখানে দেখা যায় বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। শুধু তাই নয়, মুম্বই বিমানবন্দরে নেমে পাপারাতজিকে দেখা হাত নাড়িয়ে অভিবাদন করতেও দেখা যায় আমিরকে।  
দেখুন সেই ছবি...



বর্তমানে লাল সিং চাড্ডার শ্যুটিং নিয়ে ব্যস্ত আমির খান। এই সিনেমায় আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন করিনা কাপুর খান।  কিন্তু করোনা আতঙ্কের জেরে করিনা যখন ঘরের মধ্যে বন্দি রয়েছেন, সেই সময় আমির কেন খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার পরিবর্তে,তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ।  
এদিকে করোনার থাবায় বন্ধ বিলউডের বিভিন্ন সিনেমার মুক্তি। পরিচালক রোহিত শেঠির সিনেমা সূর্যবংশীর মুক্তি পাওয়ার কথা থাকলেও, পিছিয়ে দেওয়া হয় অক্ষয়, ক্যাটরিনার সিনেমার মুক্তি।