নিজস্ব প্রতিবেদন : নাম হিনা খান (Hina Khan), এখন আর এই নামের সঙ্গে নতুন করে আলাপ করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। এক নামেই তাঁকে বহু মানুষ চেনেন। টেলিপর্দার পরিচিত মুখ তিনি। কাশ্মীর থেকে এসে অভিনয় দুনিয়ায় পা রাখা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন হিনা (Hina Khan)। পরিবারের সঙ্গে লড়াই করে অভিনেত্রী হয়ে ওঠাটা হিনার কাছে মোটেও সহজ ছিল না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, সাক্ষাৎকারে সমস্ত কিছু খোলসা করেছেন হিনা (Hina Khan)। বলেন, ''আমাকে দিল্লিতে পড়তে পাঠানো নিয়ে প্রথমে আমার পরিবার দ্বিধায় ছিল। কিন্তু কোনওক্রমে আমি পাপাকে রাজি করিয়ে ফেলেছিলাম। তারপর এক বন্ধুর কাছ থেকে ধারাবাহিকে অডিশনের কথা জানতে পেরে গিয়েছিলাম। কাস্টিং ডিরেক্টরের আমায় পছন্দ হয়ে গেল। আমি প্রধান চরিত্রের জন্য নির্বাচিত হয়ে গেলাম। আমি বাড়িতে না জানিয়েই দিল্লি থেকে মুম্বই চলে গেলাম। তখন আমার বয়স ২০। প্রযোজনা সংস্থার লোকজনই আমায় থাকার জায়গা খুঁজতে সহায়তা করেছিল। আর, কথাটা আমার বাড়িতে বলতে এক সপ্তাহ সময় লেগে গেল। বাবা, শুনে প্রচণ্ড রেগে গেলেন। মা, পরিবার, আত্মীয়-স্বজন সকলেই আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন।''


আরও পড়ুন-সদ্য গাড়ি কিনেছেন, Oindrila Sen-কে বিয়ের আগে নতুন বাড়িও কিনে ফেললেন Ankush



আরও পড়ুন-পরিবার থেকে দূরে এই বিলাসবহুল বাগানবাড়িতে থাকেন Dharmendra


হিনার (Hina Khan) কথায়, ''অনেক কষ্টে বাবাকে রাজি করালাম। তবে তাঁর শর্ত ছিল, আমি যেন পড়াশোনা করে রাতে শ্যুটিং করি। কাজের ফাঁকেও পড়াশোনা করি। এবং দিল্লিতে গিয়ে পরীক্ষা দি। তবে মা, ভাই তখন ঠিক সম্মত ছিলেন না। তবে প্রতি বছর আমার ধারাবাহিকটি নম্বর ১ আসতে লাগল, আর আমি ক্যামেরার প্রেমে পড়ে গেলাম।''


হিনা(Hina Khan)আরও জানান, ''আমার বাবা-মায়ের কাছে দ্বিতীয় ধাক্কাটা ছিল রকি। যখন আমাকে ওরা অভিনেত্রী হিসাবে মানতে শুরু করলেন, তখন আমি ওনাদের রকির কথা বললাম। ওনারা হতবাক। আমার পরিবারে সবারই Arranged Marriage হয়েছে। তবে এখন ওনারা আমার থেকেও বেশি রকিকে (Rocky Jaiswal) ভালোবাসেন।  ''