ওয়েব ডেস্ক: এটা জানার ইচ্ছা মনে হয় সব দর্শকদেরই থাকে। সে অস্কার হোক কিংবা যে কোনও অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এই ধরণের সমস্ত প্রোগ্রামে দেখা যায় অ্যাওয়ার্ডে মনোনীত সদস্যদের একটি করে গুডি ব্যাগ দেওয়া হয়। কিন্তু কেউ জানে না কী থাকে সেই গুডি ব্যাগে। এবার সেই জল্পনার সমাধান হল। জানা গেল খোদ অস্কারে মনোনীত অভিনেতা পরিচালকদের গুডি ব্যাগে উঁকি মেরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্কার বলে কথা। সে তো আর চাট্টিখানি বিষয় নয়। অভিনেতা, অভিনেত্রী, সিনেমা, পুরষ্কার, স্টেজ, গ্ল্যামার। সব কিছুই হাই প্রোফাইল। যোখানে প্রসঙ্গটাই অস্কার, সেখানে তার গুডি ব্যাগও যে হাই প্রোফাইল হবে সেটাই স্বাভাবিক। এবছর  অস্কারে মনোনীত প্রত্যেক অভিনেতা অভিনেত্রী পরিচালক ২ লক্ষ ডলারের একটি গুডি ব্যাগ পেলেন। এর আগে এত দামি গুডি ব্যাগ কোনও বছর দেওয়া হয়নি। তবে এই ব্যাগে আছেটা কী? উপহারের তালিকা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেল।


কী কী থাকে এই ব্যাগে-


১) ৫৫ হাজার ডলারে- ১০ দিনের জন্য ফার্স্ট ক্লাসে ইজরায়েল ভ্রমণ।


২) ৪৫ হাজার ডলারে- এক বছরের জন্য অডি গাড়ির ভাড়া।


৩) ৪৫ হাজার ডলারে- ১৫ দিনের জন্য জাপানের ওয়াকিং ট্যুর।


৪) ৩১ হাজার ২০০ ডলারে- সারা জীবনের জন্য স্কিন ক্রিম।


৫) ৬ হাজার ৩০০ ডলারে- পশু আশ্রয়কেন্দ্রে সেলিব্রিটিদের নামে ১০ হাজার খাবার দান।


৬) ৬ হাজার ২৫০ ডলারে- বিশেষ জায়গায় আলটিমেট ফিটনেস প্যাকেজ।


৭) ৫ হাজার ডলারে- ইতালির লেক কমোর গ্র্যান্ড হোটেল ত্রেমেজোতে ৩ রাত কাটানোর সুযোগ।


৮) ২৭৫ ডলারে- টয়লেট টিসু গিফট বক্স।


৯) ১৫০ ডলারে- অত্যন্ত সুন্দর একটি রুপোর নেকলেস।


১০) ৯৯ ডলারে- ম্যাপেল সিরাপ।


১১) ৩৫ ডলারে- দারুন একটা কেক।


১২) ১২ ডলারে- ট্রাভেল ফাজ রিমুভার।