নিজস্ব প্রতিবেদন : ''পা নাড়তে না পারলে, মুখ তো নাড়াও'' 'যব উই মেট'-এর শ্যুটিংয়ের সময় করিনা কাপুরকে এভাবেই কড়াভাবে নাচ শিখিয়েছিলেন সরোজ খান। শুক্রবার, সরোজ খানের মৃত্যুর পর সেকথাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আনলেন করিনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৭ সালে মুক্তি প্রাপ্ত শাহিদ-করিনার 'যব উই মেট' ছবিটি সুপার হিট হয়। ওই ছবিরই ইয়ে ইশক হ্যায় গানের কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান। এই ছবিটির জন্য জাতীয় পুরস্কারও পান বলিউডের 'মাস্টারজি'। শুক্রবার তাঁর মৃত্যুর পর ইনস্টাগ্রামে 'যব উই মেট'-ছবির শ্যুটিং সময়ের ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন বেবো। পাশাপাশি সরোজ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ''মাস্টারজি সবসময় আমায় বলতেন পা নাড়াতে পারো না, কমপক্ষে মুখ তো নাড়াও। এভাবেই উনি আমায় শেখাতেন। উনি নাচকে উপভোগ করতে বলতেন, চোখের মধ্যে দিয়ে হাসি ফুটিয়ে তোলার কথা বলতেন। এইরকম আর কেউ হবেন না। ওনার সঙ্গে প্রত্যেক অভিনেতারই নাচের অভিজ্ঞতা আলাদা। তাই ওনাকে সকলে ভালোবাসতেন।''



আরও পড়ুন-'অনেক কাজ করে ফেলেছি, ক্লান্ত লাগছে', একথা শুনে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান



প্রসঙ্গত, জীবনে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন সরোজ খান। দুটি হিন্দি 'ইয়ে ইশক হ্যায়', 'ডোলা রে ডোলা' এবং তামিল 'সিঙ্গারম'-এর জন্য।


আরও পড়ুন-১৩ তে ৪১ এর নৃত্য গুরুর সঙ্গে বিয়ে সুখের হয়নি, একাই সন্তানদের বড় করেছিলেন সরোজ খান