নিজের জন্মদিনে কী করলেন সোনম!(ভিডিও)
এই তো দু`দিন আগের ঘটনা। ৩০ বছর পূরণ করে ৩১শে পা দিলেন বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর। আর সেই জন্মদিনের পার্টিকে নিজের মনের মতো করে বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করলেন তিনি। ইন্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি ও ভিডিও পোস্টও করেছেন। আর বর্তমানে তা ভাইরাল।
ওয়েব ডেস্ক : এই তো দু'দিন আগের ঘটনা। ৩০ বছর পূরণ করে ৩১শে পা দিলেন বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর। আর সেই জন্মদিনের পার্টিকে নিজের মনের মতো করে বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করলেন তিনি। ইন্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি ও ভিডিও পোস্টও করেছেন। আর বর্তমানে তা ভাইরাল।
চলতি মাসের ৯ তারিখই গেল তাঁর জন্মদিন। সেই সঙ্গে চলল চুটিয়ে সেলিব্রেশন। একটি নীল টি-সার্ট পড়ে নাচের তালে তালে রীতিমতো নিজের কুল মুভ দেখালেন এই 'নির্জা' অভিনেত্রী।
জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্য থেকে বন্ধু সকলেই।
সেই সেলিব্রেশনের ভিডিও দেখুন-