নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপের সময় দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন। গরিব মানুষের পাশে থেকে, তাঁদের সমস্যার সঙ্গে লড়াই করেছেন। দেশবাসীর কাছে হয়ে উঠেছেন 'মাসিহা'। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে এতদিন কোনও কথাই বলেননি অভিনেতা সোনু সুদ। সম্প্রতি, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একতা নিয়ে মুখ খুললেন অভিনেতা। এক্ষেত্রে ইন্ডাস্ট্রির মধ্যে থেকে তারই বিরুদ্ধে কিছু লোকজনের আঙুল তোলা নিয়ে প্রশ্ন তুললেন সোনু (Sonu Sood)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যে একটা অদৃশ্য পাঁচিল রয়েছে, সেকথা একপ্রকার মেনেই নিলেন সোনু সুদ (Sonu Sood)। ইন্ডাস্ট্রিকে একত্রে বেঁধে রাখার জন্য চেনের অভাব রয়েছে, তাও স্বীকার করে নেন অভিনেতা। বেশ কয়েকমাস ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যে লাগাতার অভিযোগ উঠেছে সেবিষয়েই সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে সোনু সুদকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ''অবশ্যই এসবে আমি বিরক্ত। তবে সবথেকে বেশি খারাপ লাগে যখন আমাদের নিজেদের লোকজনই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আঙুল তোলে। এই ইন্ডাস্ট্রির জন্যই আমরা বাড়ি ছেড়ে, পরিবারকে ছেড়ে চলে আসি। এই ইন্ডাস্ট্রিই আমাদের স্বপ্ন পূরণ করে। আর এখন আমাদের লোকজনই এই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আঙুল তুললে, তার কতটা প্রভাব আমাদের উপর পড়তে পারে, ভাবতে পারেন!''



 সোনু সুদ (Sonu Sood) আরও বলেন, ''আমরা একটা বহৎ পরিবার, সেকথা ভাবতে সবাই ভালোবাসি। তবে ইন্ডাস্ট্রিকে বেঁধে রাখার জন্য যে চেনের প্রয়োজন, সেটা এখানে নেই। এখানে লোক একে অপরের সঙ্গে জোট বাঁধছে। কেউ কারোর প্রশংসা করবে, পরামর্শ দেবে, সেই লোকের বড়ই অভাব। প্রত্যেকেই কেমন অপ্রতিভ। তাঁরাই আবার বলেন, তাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ। অথচ তাঁরাই প্রাচীর তুলছেন। আমাদের এগুলো থেকেই শিক্ষা নেওয়া উচিত। মানুষ সাফল্যের মূল্য দেয়। তবে যখন তুমি ব্যর্থ হবে, কেউ পাশে থাকে না।'' 


প্রসঙ্গত, এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সবথেকে বেশি অভিযোগ এনেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর অভিযোগ ছিল, ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ লোকজন মাদকাসক্ত। তাই প্রশ্ন উঠছে, সোনু কি তবে কঙ্গনাকে ইঙ্গিত করেই এই মন্তব্য করলেন? প্রসঙ্গত, এর আগে মণিকর্ণিকা শ্যুটিংয়ের সময় কঙ্গনার সঙ্গে সোনু বিবাদে জড়িয়েছিলেন বলে শোনা যায়। পরে মণিকর্ণিকা ছেড়ে বেরিয়ে যান সোনু। কঙ্গনার (Kangana Ranaut) অভিযোগ ছিল, তিনি ছবি পরিচালনার দায়িত্বে নেওয়ায় সোনু সিনেমা ছেড়ে বের হয়ে গিয়েছেন। কারণ, সোনু মহিলা পরিচালকের অধীনে কাজ করতে স্বাচ্ছন্দ্য নন। যদিও ছবির মূল পরিচালক জানিয়েছিলেন, ছবিতে সোনুর চরিত্রটি পরে বদলে খুব খারাপভাবে লেখা হয়েছে, সেকারণেই অভিনেতা ভেঙে পড়েন, ও ফিল্মটি ছেড়ে দেন।