নিজস্ব প্রতিবেদন : বর্তমানে তিনি বলিউড সুপারস্টার। জানা যায়, সলমন খানের (Salman Khan) মাসিক আয় প্রায় ২১-২২ কোটি টাকা। তবে একটা সময় ছিল যেদিন আর পাঁচজন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের মতোই তিনি বড় হয়েছেন। এমন দিনও গেছে যে সময় ছেলের স্কুলের মাইনের টাকা জোগাড় করতে হিমশিম খেতে হয়েছে সলমনের বাবা সেলিম খানকে। বেশ কয়েকবছর আগে কপিল শর্মার শোয়ে এসে একথা নিজেই জানিয়েছিলেন সল্লু (Salman Khan) ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনা প্রসঙ্গে সলমন (Salman Khan)  বলেন, ''একদিন, আমার বাবা স্কুলে এসে দেখেন, আমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাবা জানতে চাইলেন, ওখানে আমি কী করছি? আমি বললাম, কিছুই না। প্রিন্সিপাল এসে আমায় এই ফ্ল্যাগ পোলের নীচে দাঁড়িয়ে থাকতে বলেছেন, আমি এখানে সারাদিন দাঁড়িয়ে আছি। আমি তখন চতুর্থ শ্রেণিতে পড়তাম। বাবা, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে জানতে পারলেন স্কুলে ফি দেওয়া হয়নি, তাই আমায় শাস্তি দেওয়া হয়েছে।''


আরও পড়ুন-ফল বিক্রেতা Yusuf Khan হয়ে উঠেছিলেন অভিনেতা Dilip Kumar, নাম বদলের রহস্যটা কী?



ছবি : মা সলমা খানের পাশে অল্প বয়সের সলমন, সঙ্গে সেলিম খান ও সল্লু ভাই বোনেরা


আরও পড়ুন-Dilip Kumar-র বাড়িতে Shah Rukh, শোকবিহ্বল সায়রা বানুর হাত ধরে সান্ত্বনা 'বাদশা'র


সলমন (Salman Khan)  আরও বলেন, ''এরপর বাবা রেগে গিয়ে প্রিন্সিপালকে বলেছিলেন, ওর তো স্কুলের ফি দেওয়ার কথা নয়, তার জন্য তো আমি আছি। আপনার ওকে ক্লাসে রাখার কথা। আর এই মুহূর্তে আমি অর্থাভাবের মধ্যে দিন কাটাচ্ছি। আপনার যদি কাউকে শাস্তি দিতে হয়, তাহলে আমায় দিন, এই বলে তিনি নিজেই ফ্ল্যাগ পোলের নীচে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন।''



ছবি : ছোট্ট সলমন ও আরবাজ খানকে কোলে নিয়ে সেলিম ও সলমা খান


প্রসঙ্গত, ছোট থেকেই সলমন (Salman Khan)  বাবা-মায়ের ভীষণ কাছের। বর্তমানে সল্লু কোটি কোটি টাকা আয় করলেও তিনি বাবা-মায়ের সঙ্গে একই ছাদের তলায় থাকতে পছন্দ করেন। বাবা-মাকে ছেড়ে আলাদা বাংলোয় গিয়ে থাকা তাঁর পছন্দ নয়। সলমনের কথায়, ''আমি বান্দ্রার ওই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকতে পছন্দ করি, কারণ ওখানে এখনও আমার উপরের তলায় বাবা-মা থাকেন। আর ছোট থেকে যে জায়গায় আমি বড় হয়েছে, সেই স্মৃতি থেকে আমি আলাদা হতে চাই না।''