নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন সারা আলি খান। এমনকী, সুশান্তের মৃত্যর পর এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি সইফ-কন্যাকে। যাঁর সঙ্গে জীবনের প্রথম ছবিতে অভিনয় করেন, সেই সুশান্ত সিং রাজপুত না থাকলে, কেদারনাথে তিনি কীভাবে কাজ করতেন, সেই পুরনো স্মৃতি হাতড়ান সারা আলি খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : আত্মহত্যা করেননি, সুশান্তকে খুন করা হয়েছে, অভিযোগ পায়েলের


সারা বলেন, কেদারনাথে শ্যুটিং করার সময় সুশান্ত তাঁকে শিখিয়ে পড়িয়ে নেন সবকিছু। হিন্দি শেখানো থেকে অভিনয়, সুশান্তই সবকিছু শেখান তাঁকে। সুশান্ত না থাকলে কীভাবে তিনি কেদারনাথ সম্পূর্ণ করতেন, সেই কথাও বলতে শোনা যায় সারাকে। অর্থাত সুশান্তের হাত ধরেই সারা ভালভাবে তাঁর জীবনের প্রথম সিনেমায় অভিনয় করেন বলে জানান সইফ আলি খানের মেয়ে।


আরও পড়ুন  : স্বজনপোষণের শিকার হন ইন্দ্র কুমারও, করণ, শাহরুখের বিরুদ্ধে সরব প্রয়াত অভিনেতার স্ত্রী


প্রসঙ্গত, পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ দিয়ে বি টাউনে পা রাখেন সারা আলি খান। যে সিনেমায় সারা-সুশান্তের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়।