ঐশ্বর্য রাই, সানি লিওনের পর `বেগুনী লিগে` আর কে যোগ দিলেন?
কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটের উপর যখন বগুনী ঠোঁটের প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইকে দেখা গিয়েছিল, তখন মন্তব্যের ঝড় উঠেছিল তাঁর `স্টাইল স্টেটমেন্ট` নিয়ে। অনেকেই প্রশংসা করেছিলেন আবার নিন্দুকেরও অভাব ছিল না।
ওয়েব ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটের উপর যখন বগুনী ঠোঁটের প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইকে দেখা গিয়েছিল, তখন মন্তব্যের ঝড় উঠেছিল তাঁর 'স্টাইল স্টেটমেন্ট' নিয়ে। অনেকেই প্রশংসা করেছিলেন আবার নিন্দুকেরও অভাব ছিল না।
আর তার কিছুদিনের মধ্যেই 'হট' সানি লিওনকেও দেখা গিয়েছিল বেগুনী চুলে। তবে, সানির ভাগ্য ভাল ছিল, কারণ, তাঁকে খুব একটা সমালোচনা সহ্য করতে হয়নি।
https://twitter.com/SunnyLeone/status/731821159646273536
কিন্তু সম্প্রতি তাপসী পান্নু আবির্ভূত হয়েছেন 'পিঙ্ক-পার্পেল' চুল নিয়ে। আর তা নিয়েই মেতে উঠেছেন নেটিজেনরা।
https://twitter.com/taapsee/status/736801597305454592?ref_src=twsrc%5Etfw
এখন দেখার, নতুন করে আর কে কে এই লিগে যোগ দেন এবং এই 'বেগুনী বিপ্লব' দীর্ঘজীবি হয় কিনা!