নিজস্ব প্রতিবেদন- সদ্য়ই আমরা পেরিয়ে এসেছি কিশোর কুমরের জন্মবার্ষিকী। তার পরেই বড় খবর দিলেন কিশোর-পুত্র অমিত কুমার। তিনি জানান, কিশোর কুমারের পরিবারের উদ্যোগেই তৈরি হবে তাঁর বায়োপিক। এর আগেও কিশোর কুমারের বায়োপিকে আগ্রহ দেখিয়েছিলেন বেশ কিছু পরিচালক। সবথেকে বেশি সময় ধরে কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করেছিলেন পরিচালক অনুরাগ বসু। রণবীর কাপুরকে কিশোরের চরিত্রে ভেবেও ফেলেছিলেন পরিচালক অনুরাগ। অনুরাগ বসু ছাড়াও শোনা যায, বলিউডের আরেক বাঙালি পরিচালক সুজিত সরকারও আগ্রহ দেখিয়েছিলেন কিশোর কুমারের বায়োপিক নিয়ে। কিন্তু দুটি ক্ষেত্রেই কাজ থমকে যায়। এতদিন পর, কিশোর কুমারের পুত্র অমিত কুমার জানালেন, পারিবারিকভাবেই তাঁরা কিশোর কুমারের জীবনী-ছবি তৈরি করবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bela Rajput: শাহিদ কাপুরের শাশুড়িও ফিটনেস ফ্রিক, মীরা শেয়ার করলেন ছবি


অমিতের মতে, পরিবারের বিভিন্ন লোকের সঙ্গে ইতিমধ্যেই তাঁরা কথাবার্তা বলতে শুরু করেছেন। সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেই ছবির চিত্রনাট্য়ের কাজ শুরু করা যাবে। অমিতের মতে, ছবির চিত্রনাট্য লিখতেই বছর খানেকের বেশি সময় লাগবে। তারপর ছবি ফ্লোরে যাবে। ছবির জন্য় বিশেষ কোনও পরিচালকের নাম এখনই ভাবেননি বলে জানিয়েছেন অমিত কুমার। তবে চিত্রনাট্য় লেখার কাজটা তিনি নিজের হাতের রাখতে চান। তাঁর মতে, 'বাবাকে পরিবারই সবথেকে ভাল করে চেনে, তাই তাঁর বায়োপিক আমরাই বানাবো'।