ওয়েব ডেস্ক: ইদে চলছে সুলতান ঝড়। সলমন ভক্তরা ঝাঁপিয়ে পড়েছেন এই সিনেমা দেখতে। আচ্ছা, এমন একটা দিনে আপনাকে যদি বলি বলিউডে এমন একজন সফল অভিনেত্রী আছেন যিনি সলমনের সিনেমায় অভিনয় করতে কিছুটা এড়িয়ে যান! হ্যাঁ, এমনটাই সত্যি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বলিউডের এই গায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের


বলিউড বক্স অফিসের বিচারে বর্তমানে একজন সবচেয়ে সফল নায়ক, অন্যজন সফলতম অভিনেত্রী। কিন্তু দুজনকে পর্দায় কখনই সেভাবে একসঙ্গে দেখা যায়নি। ২০০৯ সালে সলমন খানের 'ম্যায় অউর মিসেস খান্না' সিনেমায় একটা ছোট্ট চরিত্রে সামান্য সময়ের জন্য স্পেশাল অ্যাপিয়েরেন্সে দেখা যায় দীপিকাকে। কিন্তু সেটাকে তো আর একসঙ্গে অভিনয় বলা চলে না। গত বছর দীপিকা তিনটি বড় হিট সিনেমায় অভিনয় করেন সুজিত সরকারের পিকু, ইমতিয়াজ আলির তামাশা আর সঞ্জয় লীলা বনসালির বাজিরাও মাস্তানি। তিনটি ছবির জন্যই পুরস্কার জেতেন দীপিকা। সেখানে সলমন গত বছর দুটো ব্লকব্লাস্টার সিনেমা উপহার দিয়েছেন। বজরঙ্গি ভাইজান, প্রেম রতন ধন পায়ো। তাই খুব স্বাভাবিক বলিউডের প্রযোজক-পরিচালকরা সবচেয়ে হিট দুই নায়ক-নায়িকাকে জুটি হিসেবে পেতে চাইবেন। কিন্তু না। শাহরুখের সঙ্গে জুটি বেধে ওম শান্ত ওম সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা দীপিকা সল্লু ভাইয়ের সঙ্গে কাজ করতে চান না। দীপিকা নিজে মুখ না বললেও বলিউডে এই কথাটা অনেকেই বলেন।


আরও পড়ুন করিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বিস্ফোরক প্রতিক্রিয়া সইফ আলি খানের প্রাক্তন স্ত্রী-র!


এই তো আলি আব্বাস জাফর পরিচালিত সুলতান সিনেমায় সলমনের বিপরীতে প্রথমে দীপিকার নামই ঠিক হয়েছিল। পরিচালক অনেককে সুলতান সিনেমায় দীপিকার নাম পর্যন্ত জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সরে দাঁড়ান বলিউডের 'বলম পিচকারি' গার্ল। পরে সেই চরিত্রে অভিনয় করেন অনুষ্কা শর্মা।


সুলতানের সময় দীপিকা নাকি চিত্রনাট্য ভাল করে পড়ে দেখার পর বলেছিলেন, এই চরিত্রে তাঁর অভিনয়ের বিশেষ জায়গা নেই বলে তিনি থাকছেন না। সুলতান-এর পরে সলমনের সঙ্গে কবীর খানের পরবর্তী সিনেমা 'টিউবলাইট'-এ অভিনয় করার প্রস্তাব যায় দীপিকার কাছে। দীপিকা আবার না করে দেন। সুলতানের আগেও সল্লুর আরও অন্তত গোটা তিনেক সিনেমায় অভিনয় থেকে সরে দাঁড়ান পাড়কুন গার্ল। কিন্তু কেন?


দীপিকা নাকি বলেছেন, সলমনের সিনেমায় অভিনয় করার সমস্যা হল সব লাইমলাইট কেড়ে নেন সল্লু। তা ছাড়া সলমনের বেশিরভাগ সিনেমাই তৈরি হয় মূলত সলমনকে কেন্দ্র করে সেখানে নায়িকাদের বিশেষ ভূমিকা থাকে না। আর দীপিকা চান এমন সিনেমায় অভিনয় করতে যেখানে তাঁর চরিত্রে নিজেকে প্রমাণের অনেক সুযোগ থাকে। দীপিকা চান কোনও ছবিতে নায়িকা নয় অভিনেত্রী হিসেবে কাজ করতে।


 এমনও শোনা যায় দীপিকা নাকি মজা করে বলেন সলমনের সিনেমায় অভিনয় করে কিক থাকে না। তবে তা বলে সল্লুর সঙ্গে দীপিকার সম্পর্ক মোটেও খারাপ নয়। অ্যাওয়ার্ড ফাংশানে গেলেই দুজনে দুজেনর সঙ্গে হেসে কথা বলেন। দেখেই বোঝা যায় সেই হাসি বিনিময় শুধু পেশাদারিত্বের নয়।