ওয়েব ডেস্ক: ক্যামেরা দেখলেই মেকআপ ছাড়া নায়িকারা অনেকসময় ইমেজ বজায় রাখতে অনেকমসয়ই মুখ লুকোন। কিন্তু নারগিশ ফাকরির ব্যাপারটা সেরকম বলা যাচ্ছে না। শোনা যাচ্ছিল নারগিশ নাকি বলিউড ছেড়ে পাকাপাকি মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন। কিন্তু মুডি নায়িকা নারগিশ আবার মুম্বইতে ফিরলেন। আজহার সিনেমার প্রচারের মাঝপথে নিজেকে সরিয়ে নেন। এরপর হাউসফুল থ্রি-এর প্রচারে যেতে রাজি হননি। তখন বলা হয়েছিল নারগিশ নাকি মানসিকভাবে অসুস্থ। তাঁর ছুটি চাই। কিন্তু শোনা যাচ্ছে নারগিশ নাকি বেশ কিছু বিষয় নিয়ে মানসিক দ্বন্দ্বে আছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় স্নানের পোশাকে ঘুরলেন নারগিশ ফাকরি (ভিডিও)


উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে নাকি নারগিশ এখনও নিশ্চিত নন। এদিকে, যশ চোপড়ার ছোট ছেলে কিছুতেই নারগিশকে ছাড়তে রাজি নন। নারগিশ আবার বলিউডের কাউকেই বিশ্বাস করতে চান না। সব মিলিয়ে নারগিশ ভাল নেই।



 


পাকাপাকিভাবে ভারত ছাড়লেন নারগিশ!