জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিল লাইফ নয়, রিয়েল লাইফের কথা বললেন সলমান খান। ভাইজানের মত, মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই তা যতটা পারা যায় তা ঢেকে রাখাই ভালো। আপ কি আদালত-এ এসে অভিনেত্রী পলক তিওয়ারির মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভাইজান। প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাতকারে এসে পলক বলেন,  সলমান খানের সেটে একটা অলিখিত নিয়ম থাকে। সেটি হল, মেয়েদের যতটা সম্ভব তাদের কাঁধ ঢেকে রাখতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চলন্ত বাসে জ্ঞান হারালেন চালক, স্টিয়ারিং ধরে ৬৬ জনের প্রাণ বাঁচাল সপ্তম শ্রেণির পড়ুয়া


কিসি কী ভাই কিসি কী জান ছবিতে সলমানের কো স্টার পলক তিওয়ারি মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সলমান আপ কী আদালত অনুষ্ঠানে বলেন, একটা ভালো ছবি বানালে পরিবারের সবাই তা দেখতে যায়। আমার মনে হয় মহিলাদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই আমার মনে হয় মহিলাদের শরীর যতটা ঢাকা থাকবে ততটাই ভালো। এনিয়ে আমার কোনও দ্বিচারিতা নেই।


এই নিয়ম কি শুধু মহিলাদের জন্য? সলমান বলেন, আসলে সমস্যাটা মহিলাদের নিয়ে নয়। পুরুষদের। যেভাবে একজন পুরুষ আপনার বোন, মেয়ে, স্ত্রীর দিকে তাকিয়ে থাকে তা আমার ভালো লাগে না।  


নিজের মন্তব্যের সমর্থনে সলমান আরও বলেন, সাবাই জানে আমরা কখনও কখনও নিজেদের সংযম হারিয়ে ফেলি। তাই আমরা যখন কোনও ছবির শ্যুটিং করি কখন খেয়াল করা উচিত আমরা যেন সংযম হারিয়ে না ফেলি।  
উল্লেখ্য, সিদ্ধার্থ খান্নাকে দেওয়া এক সাক্ষাতকারে পলক তিওয়ারি বলেন, সলমান স্যারের সঙ্গে একটি অ্যাড ফিল্ম্ করেছিলাম। অনেকেই এটা জানেন না। সলমান স্যারের একটা নিয়ম ছিল যে কোনও মহিলা তাঁর সেটে থাকবে তাদের নেকলাইন যেন উঁচু থাকে। সব মেয়েরাই তাদের শরীর ঠিকঠাক ঢেকে রাখবে। আমার ক্ষেত্রে আমি এটাই করেছিলাম। বড়দের সামনে ঠিকমতো ড্রেস করে থাকি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)