`পাকিস্তানি গায়ক হলেই ভাল হত`, ক্ষোভ উগরে দিলেন সোনু নিগম
জোর জল্পনা শুরু হয়েছে
নিজস্ব প্র্রতিবেদন : ভারতীয় গায়কদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে মিউজিক কম্পানিগুলি। ভারতের মাটিতে পাকিস্তানি গায়কদের সঙ্গে যেভাবে ব্যবহার করা হয়, দেশের গায়কদের সঙ্গে তাঁর সিকিভাগও ভাল ব্যবহার করা হয় না। এবার এভাবেই ভারতীয় মিউজিক কম্পানিগুলির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন সোনু নিগম।
আরও পড়ুন : কার্তিকের জন্য সারা গলা ফাটালেও বলিউডের এই অভিনেতা ব্যস্ত অনন্যাকে নিয়ে!
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে সোনু নিগম বলেন, কোনও শো-এর জন্য যদি ভারতীয় গায়কদের সঙ্গে মিউজিক কম্পানিগুলি চুক্তি করে, তাহলে প্রথমে সেই গায়কের কাছ থেকে নির্দিষ্ট পরিমান অর্থ নেওয়া হয়। তারপর চালানো হয় সেই গায়কের গান। আর যদি সংশ্লিষ্ঠ গায়ক সেই অর্থ রাজি না হন, তাহলে তাঁর পরিবর্তে অন্য কারও গান শো-এ চালানো হয়। এবং সেই গান জনপ্রিয়তা পাওয়ার পর তাঁর কাছ থেকেও নেওয়া হয় অর্থ। আরও পড়ুন : ব্যক্তিগত জীবনে তাঁরা কেমন, বেরিয়ে এল সইফ-করিনার একান্ত আপন ছবি কিন্তু, পাকিস্তানি গায়কদের সঙ্গে এমন কোনও ব্যবহার করা হয় না। আতিফ আসলাম বা রাহাত ফতেহ আলি খানের সঙ্গে কখনও এমন ধরনের ব্যবহার ভারতীয় মিউজিক কম্পানিগুলি করে না বলেও অভিযোগ করেন সোনু। আর এরপরই তিনি বলেন, ভারতের মাটিতে পাক গায়কদের যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাতে মাঝে মধ্যে তাঁর মনে হয়, তাঁরও পাকিস্তানি গায়ক হওয়া উচিত ছিল। তাহলে ভারতের কাছ থেকে গানের গাইবার ভাল প্রস্তাব অন্তত পেতেন।
আরও পড়ুন : ভবনানি গৃহিনী হয়েও প্রাক্তন খোঁচা অব্যাহত দীপিকার জীবনে!
বলিউডের জনপ্রিয় গায়কের মন্তব্যের পর থেকেই জোর বিতর্ক শুরু হয়। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে পাল্টা কেউ মন্তব্য করেননি। প্রসঙ্গত এর আগে আজান বিতর্কে মুখ খুলে একাধিক আক্রমণের মুখে পড়েন সোনু। এমনকী, বলিউডের এই গায়কের মাথা মুড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বেশ কয়েকটি সংগঠনের তরফে। যার জেরে নিজেই নিজের মাথা মুড়িয়ে ফেলেন সোনু নিগম। ওই বিতর্কের পর এবার ফের পাক গায়কের নিশানা করে তোপ দাগলেন বলিউডের এই তারকা।