X = Prem: নববর্ষে প্রেমের গল্প, অতীতকে আঁকড়েই `এক্স = প্রেম`!
অতীত প্রেম কী এত সহজে ভোলা যায়? পয়লা বৈশাখেই মুক্তি পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রেমের ছবি এক্স ইকুয়াল টু প্রেম-এর টিজার।
নিজস্ব প্রতিবেদন: পয়লা বৈশাখেই মুক্তি পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রেমের ছবি এক্স ইকুয়াল টু প্রেম-এর টিজার। অতীত প্রেম কী এত সহজে ভোলা যায়? অর্ণব আর অদিতি আগের প্রজন্মের। কলেজে অর্ণবের জুনিয়র জয়ী। একটা সময়ে দু’জনের মধ্যেই হাবুডুবু প্রেম ছিল। অথচ পরে জয়ীয় জীবনে আসে খিলাৎ।
দর্শকদের আবদারেই রহস্য-রোমাঞ্চ থেকে প্রেমের ছবি বানিয়েছেন পরিচালক। কলেজ প্রেম, আড্ডা, আনন্দ, তারপর একসঙ্গে পথ চলার শুরু খিলাৎ-জয়ীর। আচমকা এক দুর্ঘটনায় ১০ বছরের স্মৃতি ভুলে যায় খিলাৎ। জীবনের প্রেম, বৈবাহিক জীবনের ওঠাপড়ার গল্প নিয়ে এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী, নবাগত অনিন্দ্য সেনগুপ্ত, মধুরিমা বসাক ও শ্রুতি দাস।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)