নিজস্ব প্রতিবেদন : প্রত্যেকবারের মতো এবারও শুরু হয়েছে ল্যাকমে ফ্যাশান উইক ২০১৯। এবারও ল্যাকমে ফ্যাশান উইকের র‍্যাম্পে হাঁটতে দেখা গেল বলিউড সেলেবদের। শুক্রবার, ফ্যাশান ডিজাইনার গৌরী ও নয়নিকার ডিজাইন করা পোশাক পরে র‍্যাম্পে হাঁটলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তবে এরই মাঝে ঘটে গেল বিপত্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিউজিকের তালে তালে দিব্যি হাঁটছিলেন ইয়ামি। সবকিছু ঠিকঠাকই ছিল তবে আচমকাই র‍্যাম্পে হাঁটতে গিয়ে জুতোর মধ্যে গাউন আটকে উল্টে পড়তে পড়তে কোনওরকমে নিজেকে সামলে নেন ইয়ামি। একটুর জন্য বেঁচে যান। যাক, তবে সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে আবারও হাঁটতে থাকেন ইয়ামি। পরবর্তী মুহূর্তে অবশ্য ইয়ামি নিজের র‍্যাম্প ওয়াক শেষ করে ফিরে যান, পরবর্তী পর্যায়ে ফ্যাশানডিজাইনার গৌরী হাত ধরে বাকি র‍্যাম্প ওয়াক শেষ করেন। দেখুন কী ঘটেছিল...


আরও পড়ুন-বলিউডে পা, ইতিমধ্যেই এই ছবিতে কাজ করে ফেলেছেন শাহরুখ কন্যা সুহানা!



যদিও পুরো বিষয়টি একটা সাধারণ ঘটনা বলে ব্যাখ্যা করেছেন ইয়ামি গৌতম। তাঁর কথায়, এটা একটা সাধারণ ঘটনা, এধরনের ঘটনা যেকোনও কারোর সঙ্গেই ঘটতে পারে। তবে র‍্যাম্পে থাকার সময় একজন মডেলের প্রধান লক্ষ্যে হওয়া উচিত র‍্যাম্প ওয়াক শেষ করা। দেখুন ইয়ামি কী বললেন...


আরও পড়ুন-মধ্যরাতে উল্টোডাঙার হানাবাড়িতে কী করল অমাবস্যার টিম? দেখুন...








প্রসঙ্গত ল্য়াকমে ফ্যাশান উইক ২০১৯ শুরু হয়েছে গত ২৯ জানুয়ারি, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।


আরও পড়ুন-বিয়ের ৯ বছর, ফিরে দেখা বিদীপ্তা চক্রবর্তী ও বিরসা দাশগুপ্তের বিয়ের কিছু মুহূর্ত