নিজস্ব প্রতিবেদন : ​বুধবার বিকেলেই বিজেপিতে যোগ দিতে পারেন টলিউড (Tollywood) অভিনেতা যশ দাশগুপ্ত। খবর বিজেপি সূত্রে। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে যশের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও। যশের পাশাপাশি আরও বেশ কয়েকজন বিশিষ্ট এবং সেলিব্রিটি বিজেপিতে যোগ দিতে পারেন আজ। মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বেই যশ-সহ ওই বিশিষ্টরা পদ্ম শিবিরে যোগ দিতে পারেন বলে খবর। যদিও বিজেপির তরফে অফিসিয়ালি এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি 'খড়কুটো' খ্যাত অভিনেতা কৌশিক রায় বিজেপিতে (BJP) যোগ দেন। কৌশিক রায়ের পর এবার যশ দাশগুপ্তের (Yash Dasgupta) পদ্ম শিবিরে যোগদানের খবর নিয়ে জোর কদমে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, যশ দাশগুপ্তের সঙ্গে নুসরত জাহানের সম্পর্ক নিয়ে টলি টাউনে আলোচনা শুরু হয়েছে। নুসরত বর্তমানে তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ। তৃণমূলে নুসরতের পর এবার যশের সঙ্গে পদ্ম শিবিরের সংস্পর্শ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।


আরও পড়ুন : সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েন সন্দীপ, মুখ খুললেন Akshay-রা


২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দল বদলের পালা অব্যাহত পশ্চিমবঙ্গে। শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় কিংবা বৈশালী ডালমিয়া বা রুদ্রনীল ঘোষ। একের পর এক রাজৈনিতক নেতা এবং টলিউড সেলেবদের রাজনৈতিক সম্পর্ক এবং টানাপোড়েনের খবর সংবাদমাধ্যমের পাতায় উঠে আসতে শুরু করেছে। সম্প্রতি রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে একাধিক বিতর্ক শুরু হয়। এমনকী, রুদ্রনীলের বিভিন্ন ছবি নিয়ে সোশ্য়াল মিডিয়ায় একাধিক কটাক্ষ শুরু হয়। যার উত্তর দিতে গিয়ে রুদ্র জানান, রাজনৈতিক নেতারা দল বদল করছেন অহর্নিশ। তিনি করলে অসুবিধা কোথায় বলে প্রশ্ন তোলেন রুদ্র।