নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের ট্রোল করার ঘটনা আজকাল প্রায় দিনই ঘটে। কেউ ঠিকমতো পোশাক পড়ার পরামর্শ দেন, কেউ আবার অশ্লীল মন্তব্য করে বসেন। কখনও কখনও তা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। সেজন্য কেউ সোশ্যাল সাইটেই পাল্টা ক্ষোভ উগড়ে দেন, কেউ বা সেসব মন্তব্যকে উপেক্ষা করেন। তবে যাদের কাছে ট্রোল হতে হয়েছে তাঁদেরকে সামনে পেয়ে প্রকাশ্যে অপমানের সুযোগ সচরচার কেউই পান না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে এমটি ট্রোল পুলিস শো এবার এমনই সুযোগ করে দিচ্ছে। যে শোয়ে অতিথি হিসাবে এসেছিলেন অভিনেত্রী জারিন খান।  সেখানে তাঁকে ট্রোল করেছেন এমনই এক ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করে মনের জ্বালা মিটিয়ে নিলেন জারিন। 


প্রসঙ্গত, ওই যুবক জারিনকে তাঁর ভারি শরীর নিয়ে কটাক্ষ করেছিলেন জারিনকে।  প্রশ্ন তুলেছিলেন জারিনের অভিনয় দক্ষতা নিয়েও। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন জারিন। যুবককে কষে থাপ্পড় মারার হুমকিও দেন। স্পষ্ট জানান, কিছু বলার হলে সামনে বলুন পেছনে নয়। শেষে শোয়ের সঞ্চালক রণবিজয় শান্ত করেন জারিন খান


আর সেই ভিডিওই নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন জারিন।