রেকর্ড করোনা আক্রান্ত দেশে, ২৪ ঘণ্টায় ১ লাখ ৮৪ হাজারের বেশি
সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লক্ষের বেশি।
নিজস্ব প্রতিবেদন: ঠেকানো যাচ্ছে না কোনও মতে। ২৪ ঘণ্টা রেকর্ড করোনা আক্রান্ত। গতকাল যখন আক্রান্তের সংখ্যা ৭ হাজার কম এসেছিল, তখনই শঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছিলেন, এটা স্বস্তির খবর নয়। হুবহু ঠিক তাই ঘটল। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন । যা করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ। প্রথম দফাতেও এমনটা আগে ঘটেনি বলে জানানো হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে উল্লেখ রয়েছে, সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৩৯ জন। করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু ২৪ ঘণ্টায় ১০২৭ জনের। আজকে পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৩৮,৭৩,৮২৫। যার মধ্যে সুস্থ হয়েছে ১,২৩,৩৬,০৩৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লক্ষের বেশি।
প্রসঙ্গত, ভ্যাকসিন নিয়েছে ১১,১১,৭৯,৫৭৮ জন।