নিজস্ব প্রতিবেদন: Covishield COVID-19 vaccine-র ক্ষেত্রে একটা ডোজের পরবর্তী ডোজ  ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে নেওয়ার সুপারিশ বৃহস্পতিবারের প্যানেলে। অর্থাৎ বলা যায়, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। তবে Covaxin-র ক্ষেত্রে এরকম কোনও বদলের কথা বলা হয়নি। এতদিন দুটো ভ্যাকসিনের উভয় ডোজের মধ্যবর্তী সময়সীমা ছিল ৪ থেকে ৬ সপ্তাহ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্যানেল-National Immunization Technical Advisory Group জানিয়েছে, গর্ভবতী মহিলারা তাদের ভ্যাকসিন বেছে নিতে পারেন এবং প্রসবের পরে মহিলারা যে কোনও সময় ভ্যাকসিন নিতে পারেন।


আরও পড়ুন: কুম্ভমেলা ফেরত ৬৭ বছরের বৃদ্ধা 'সুপার স্প্রেডার', তাঁর থেকে Corona আক্রান্ত ৩৩ জন


পাশাপাশি NTAGI আরও পরামর্শ দিয়েছে, করোনামুক্ত হওয়ার  ছয় মাসের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। এই সুপারিশগুলির বাস্তবায়নের আগে অনুমোদনের জন্য ভ্যাকসিন প্রশাসনের জাতীয় বিশেষজ্ঞ গ্রুপ - NEGVA-র কাছে পাঠানো হবে। তিন মাসের মধ্যে এখনও পর্যন্ত দু-বার কোভিশিল্ড ডোজের মধ্যবর্তী সময়সীমা বাড়ানো হয়েছে।  


আরও পড়ুন: ফের বাড়ল আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় মৃত ৪ হাজার ১২০


জাতীয় টিকাকরণ অভিযান ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং এ পর্যন্ত প্রায় মোট ভ্যাকসিন পেয়েছেন ১৭ কোটি ৭২ লাখ ১৪ হাজার ২৫৬ জন।