নিজস্ব প্রতিবেদন: প্যানেলের প্রস্তাবে সায় দিল কেন্দ্র।  Covishield COVID-19 vaccine-র দুটি ডোজের মধ্যবর্তী সময় বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হল। ওয়াকিবহালমহলের একাংশের মতে, ভ্যাকসিনের ঘটতি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে Covaxin-র ক্ষেত্রে  দুটি ডোজের মধ্যে গ্যাপ রয়েছে ৪ থেকে ৬ সপ্তাহ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মর্মে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে উল্লেখ রয়েছে, COVID-19 Working Group এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছে। তারা Covaxin-র মধ্যবর্তী সময়সীমা পরিবর্তনের কোনও প্রস্তাব রাখেনি। 


নীতি আয়োগের ডাঃ ভিকে পালের নেতৃত্বে National Expert Group on Vaccine Administration এই প্রস্তাবে সুবজ সংকেত দেওয়ার পরই বিবৃতি জারি করে  Covishield COVID-19 vaccine-র ক্ষেত্রে এই নতুন গাইডলাইন ঘোষণা করেছে। 


আদার পুনরওয়ালা জানিয়েছেন, Covishield COVID-19 vaccine-র কার্যকারিতা ও প্রতিরোধ ক্ষমতার  দিকটা ভেবে দেখলে এই সিদ্ধান্ত একেবারেই যথাযথ।