Covid 19: গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ ৩,১১৬, মৃত্যু ৪৭ জনের
দেশে আজ ৫,৫৫৯ জন সংক্রমণ থেকে সেরে উঠেছেন। মোট রোগমুক্তির সংখ্যা ৪,২৪,৩৭,০৭২ হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: রবিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে ভারতে ৩,১১৬টি নতুন কোভিড -১৯ সংক্রমণের কেস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৭ জন মারা গেছেন। মোট মৃত্যুর সংখ্যা ৫,১৫,৮৫০ হয়েছে। সক্রিয় সংক্রমণের সংখ্যা হয়েছে ৩৮,০৬৯।
২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ২,৪৯০টি সংক্রমণের ঘটনার সংখ্যার হ্রাস রেকর্ড করা হয়েছে। দেশে আজ ৫,৫৫৯ জন সংক্রমণ থেকে সেরে উঠেছেন। মোট রোগমুক্তির সংখ্যা ৪,২৪,৩৭,০৭২ হয়েছে।
আরও পড়ুন: World Glaucoma Day 2022: আপনার দৃষ্টিশক্তি নীরবে কে চুরি করে নেয় জানেন? সাবধান থাকুন এর নাগাল থেকে
সক্রিয় কেসগুলি মোট কেসলোডের ০.০৯ শতাংশ। যেখানে জাতীয় কোভিড -১৯ রোগমুক্তির হার আরও বেড়ে ৯৮.৭১ শতাংশ হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।
এছাড়াও, দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে এখনও পর্যন্ত দেশে টিকাকরনের ক্রমবর্ধমান ডোজ ১৮০.১৩ কোটি ছাড়িয়ে গেছে। ভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে গত ২৪ ঘণ্টায় ৭,৬১,৭৩৭টি পরীক্ষা করা হয়েছে।