ওয়েব ডেস্ক: বাজারে সবথেকে বেশি কোন পণ্যের বিক্রি ইদানীংকালে হয়েছে? উত্তরটা কিছু না ভেবেই বলে দেওয়া সম্ভব, 'মোবাইল ফোন'। বিক্রি এতই বেড়েছে যে প্যান্টের পকেট কম পরে যাচ্ছে ফোন রাখার জন্য। পরিসংখ্যান বলছে, প্রতি ১০০ ঘরে এখন মোবাইলের সংখ্যা শতোধিক। বাড়ির সবথেকে ছোট্ট সদস্যের কাছেও এখন সবথেকে প্রিয় জিনিস মোবাইল ফোন। 'হ্যালো' বলার আনন্দ ওদের কাছে পুতুল নিয়ে খেলার থেকেও বেশি। তবে, জেনে রাখা ভাল, এমন ফোন বাচ্চাদের তো নয়ই নিজেও ব্যবহার করবেন না, যার 'রে' আপনার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। ৫ ক্ষতিকারক ফোন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) Motorola Droid Maxx
2) Motorola Droid Ultra
3) Motorola Moto E
4) Alcatel One Touch Evolve
5) Huawei Vitria


(সূত্র:www.higherperspectives.com)