নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রে বুধবার মৃত্যু হয়েছে ৯২০ জনের। গোটা দেশে এটাই আন্তঃরাজ্যের মধ্যে সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় প্রাণ আক্রান্ত হয়েছে ৫৭,৬৪০ জন। জানা গিয়েছে, মুম্বইতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩,৮৭৯। যার মধ্যে মৃতের সংখ্যা ৭৭। পুনেতে ৯,০৮৪ জন আক্রান্ত। ২৪ ঘণ্টায় পুনেতে মৃত্যু হয়েছে ৯৩ জনের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬.৪১ লাখ। স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বুধবার মৃত্যু হয়েছে ৯২০ জনের। গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৪ জনের। 


যেদিন সুপ্রিম কোর্ট প্রশংসা করে জানিয়েছে, যে মহারাষ্ট্র খুব ভাল করে গোটা বিষয়টি পর্যালোচনা করছে, সেদিনই সর্বোচ্চে পৌঁছল মৃত্যু সংখ্যা। দ্বিতীয় ঢেউ কীভাবে সামাল দিতে হবে তার জন্য "Mumbai model" থেকে নোট নেওয়া উচিত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অক্সিজেন সরবরাহতেও মুম্বইয়ের থেকেই শেখা উচিত।  


মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, যে রাজ্যের ১৫ টি জেলা - সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ।  প্রায় ৬  লক্ষ সক্রিয় রোগী রয়েছে। কিন্তু সংক্রমণের হার কমেছে।