নিজস্ব প্রতিবেদন: সংখ্যা কখনও কখনও নেতিবাচকও হয়। ১০ কোটি সংখ্যাটা তেমনই এক ভয়াবহ নেতিবাচক সংখ্যা। কেননা, অতি সম্প্রতি বিশ্ব জুড়ে ১০ কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের (Global coronavirus cases) সংখ্যা পেরল ১০ কোটি। মঙ্গলবারই এই খবর জানিয়েছিল এক আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা। বুধবার যা নিশ্চিত করেছে এক বিশিষ্ট সংবাদসংস্থা।


বিশ্বের জনসংখ্যার প্রায় ১.৩ শতাংশ (Almost 1.3% of the world's population) COVID-19 সংক্রমিত। বিশ্ব জুড়ে মারা 
গিয়েছেন ২০ লক্ষেরও বেশি। অর্থাৎ, বিশ্ব জুড়ে গড়ে প্রতি ৭.৭ সেকেন্ডে একজন করে সংক্রমিত হচ্ছেন। ভারত (india) সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় (10.6 million)।


এর মধ্যেই করোনামৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে ব্রিটেনে (britain)। যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর 'একাধিক ভুল সিদ্ধান্তে'র দায় চাপিয়েছে তাঁর বিরোধীরা। পাশাপাশি বিজ্ঞানীদের একাংশও দুষেছেন বরিসকে।


Also Read: অ্যাপেন্ডিক্সের ব্যথা বুঝবেন কীভাবে?