ওয়েব ডেস্ক: ভুয়ো ডাক্তারের পর এবার ভুয়ো নার্স। CID তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জাল MBBS ডিগ্রি ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শুধু ভুয়ো ডাক্তার তৈরিই নয়, একইরকম ভাবে ভুয়ো নার্স তৈরির কারবারও ফেঁদে বসেছিল অভিযুক্তরা। এক্ষেত্রেও কাজ করত একই চক্র। CID-র সন্দেহ, জাল নথি ও ডিগ্রি দিয়ে কয়েকজন নার্সকেও সরকারি হাসপাতালে নিয়োগ করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন তরমুজ আমাদের শরীরের জন্য কতটা উপকারী?


ইতিমধ্যেই ভুয়ো ডাক্তার চক্রে নাম জড়িয়েছে তিন স্বাস্থ্যকর্তা ও এক CMOH-এর স্বামীর। তাহলেই বুঝুন, মানুষ যাবে কোথায়? ডাক্তার নার্সদেরও যদি মানুষ ভরসা করতে না পারেন, তাহলে যে খুব বড় সামাজিক অবক্ষয়ের দিকে পা বাড়িয়ে ফেলেছি আমরা।


আরও পড়ুন  দারুচিনির গুণাগুণগুলি জেনে নিন