নিজস্ব প্রতিবেদন: অবসাদ কাটাতে অনেকেই ওষুধ খেয়ে থাকেন যা অ্যান্টিডিপ্রেশ্যান্টস (Antidepressants) নামে পরিচিত। এবার তা নিয়েই মার্কিন গবেষণায় (US Research) উঠে এল অবাক হওয়ার মতো তথ্য। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ৮৭টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র থেকে গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, যারা অবসাদের ওষুধ সেবন করেন তাদের ক্ষেত্রে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি কম। 'JAMA Network Open' নামক মার্কিন জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণায় মেলা তথ্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখা গিয়েছে, মূলত সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস বা SSRIs বা ফ্লুয়োজিটাইন জাতীয় ওষুধ সেবন করেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে কোভিডে মৃত্যুর ঝুঁকি কম। ওষুধের ফলেই এমনটা হচ্ছে কি না তা এখনও নিশ্চিত করছেন না গবেষকরা। যদিও গবেষণায় উঠে আসা পরিসংখ্যানে তা স্পষ্ট। 


আরও পড়ুন: Coronavirus: ৯ মাসে সর্বনিম্ন দেশের করোনা সংক্রমণ, ১০ হাজারের নীচে নামল সংক্রমণ


Cerener Real World Covid19 ডেটাবেসের উপর গবেষণা চালায় UCSF-Stanfors গবেষক দল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ লক্ষ রোগীর ডেটাবেস সেখানে রয়েছে। এদের মধ্যে ৮৩ হাজার ৫৮৪ জন গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে আবার ৩ হাজার ৪০১ রোগী অবসাদের ওষুধ SSRIs সেবন করেন। 


আরও পড়ুন: Covid-19: পরীক্ষা কমল, বাড়ল সংক্রমণ হার, ২০০ উপরে আক্রান্ত কলকাতায়


তুলনা করে দেখা যায়, SSRIs সেবনকারীরা কোভিডে মৃত্যুর ক্ষেত্রে প্রায় ২৬ শতাংশ কম ঝুঁকিপূর্ণ। আবার যারা কেবল ফ্লুয়োজিটাইন সেবন করেন, তারা ২৮ শতাংশ পর্যন্ত কোভিডে মৃত্যুতে কম ঝুঁকিপূর্ণ। যদিও এ ব্যাপারে বৃহৎ আকারে গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা। একইসঙ্গে কোভিডে মৃত্যুর ঝুঁকি কমাতে টিকাকরণেই জোর আরোপ করছেন তারা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)