ওয়েব ডেস্ক : লাল রঙের দেখতে নকল ডিমের কথা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল, প্লাস্টিকের চালের কথা। ঠিক সাদা রঙের চালের মত দেখতে। পোশাকি নাম "বেস্ট টমেটো রাইস"। কিন্তু সেদ্ধ করার পরই তা আঠালো হয়ে যায়। বলছে দি গার্ডিয়ান পত্রিকা। এই চাল সেদ্ধ ভাত শরীরে ঢুকলে, তা যে মারাত্মক ক্ষতিকর, সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্লাস্টিকের চাল তৈরির ঘটনায় অভিযোগের আঙুল মূলত দুদিকে। এক, পশ্চিম আফ্রিকা। মুদ্রাস্ফীতির কারণে প্রতিমাসেই পশ্চিম আফ্রিকার দেশগুলিতে বেড়ে চলেছে চালের দাম। খাবার জোগাড় করতে দুর্দশার শিকার হচ্ছে সাধারণ মানুষ। মনে করা হচ্ছে সেই সুযোগকে কাজে লাগাতেই তৈরি হচ্ছে এই নকল চাল। দুই, চিন। কারণ প্লাস্টিকের জিনিস তৈরিতে চিনের জুড়ি মেলা ভার। সেইসঙ্গে এর আগেও নকল জিনিস তৈরি করে খবরে এসেছিল চিন।


আরও পড়ুন, ছালসমেত মুরগিই শরীরের জন্য উপকারী