ওয়েব ডেস্ক: ক্যানসারে একটি মৃত্যু। আর তাতেই বদলে গিয়েছে চন্দ্র পরিবারের জীবনযাত্রা। তাই প্রতি সকালে খালি পেটে এক কোয়া রসুন এখন মাস্ট। রসুন বিপ্লব ঘটিয়ে দিয়েছেন বাড়ির কর্ত্রী। তিনি চান, পরিবারের আর কাউকে যেন অকালে চলে যেতে না হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একান্নবর্তী পরিবার। পনেরো সদস্যের সংসার। নিজের সেলাই, পাখি, নাতি-নাতনি নিয়ে হাসিখুশি জ্যোত্স্না চন্দ্র। কিন্তু বছর দুই আগের একটি দুঃখজনক ঘটনা হঠাত্‍ বদলে দেয় গোটা পরিবারটাকে। জ্যোত্স্না দেবীর বড় ছেলের মৃত্যু হয় ক্যানসারে। তারপর থেকে আমূল বদলে গিয়েছে চন্দ্র পরিবারের জীবনযাত্রা। সকালে খালি পেটে এক কোয়া রসুন এখন তাই মাস্ট।


বাড়ির কর্ত্রীর কড়া দাওয়াই। সকালে নিয়ম করে রসুন খেতেই হবে। ইচ্ছা না থাকলেও উপায় নেই। জোর করেই বাড়ির সদস্যদের রসুন খাওয়ান জ্যোত্স্না দেবী। তিনি জানেন, রোগ প্রতিরোধে রসুনের বিকল্প নেই। চন্দ্র পরিবারে রসুন বিপ্লব ঘটিয়ে দিয়েছেন জ্যোত্স্না দেবী। এক কোয়ার কেরামতিতে এখন হাসি ফিরেছে চন্দ্র পরিবারে। ফিরেছে খুশি।