ওয়েব ডেস্ক: ৭ ঘন্টা ধরে চলছে মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার, এদিকে গিটার বাজাচ্ছেন রোগী। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ৩৭ বছর বয়সী এই রোগীর অস্ত্রোপচারের সময়ে গিটার বাজানোর ভিডিওটি এখন চূড়ান্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু হঠাত্ এমন অদ্ভুত কাণ্ড কেন করতে গেলেন রোগী? আর চিকিত্সকরাই বা কেন বাধা দিলেন না তাঁকে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাধা কী করে দেবেন! জানা যাচ্ছে, শল্য চিকিত্সকদের সাহায্য করতেই অপারেশনের সাত ঘন্টা নাগাড়ে গিটার বাজিয়ে গিয়েছেন রোগী নিজেই। কারণ, রোগী আসলে পেশাদার এক শিল্পী, যিনি মূলত ভুগছেন 'মিউজিশিয়ানদের ডিস্টোনিয়া' নামক রোগে। এই স্নায়বিক রোগে 'মাসেল ডিসঅর্ডারে'র সমস্যায় ভোগেন রোগী। আর এই সমস্যাটা হয় যখন শিল্পী গান গেয়ে থাকেন বা বাজনা বাজান সেই সময়তেই। তাই চিকিত্সকরা যাতে তাঁর ঠিক কোথায় সমস্যাটা হচ্ছে তা ভাল করে বুঝতে পারেন সেজন্যই অপরেশনের সাত ঘন্টা নাগাড়ে গিটার বাজিয়ে গিয়েছেন তিনি। এবার দেখুন সেই অসম্ভব ঘটনার ভিডিও ফুটেজ-


 



আরও পড়ুন- সকাল-সন্ধে জুস খাচ্ছেন? জানেন কী ঢুকছে শরীরে?