আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় টিকা Covaxin! এবার করোনার বিরুদ্ধে মিলবে দীর্ঘমেয়াদী সুরক্ষা!
Covaxin-এর শক্তি বাড়াতে বড়সড় পদক্ষেপ ভারত বায়োটেকের! লক্ষ্য করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সুরক্ষা সুনিশ্চিত করা!
নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই সামনে এসেছে Covaxin-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল! প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin প্রয়োগ করা হয়েছে। স্বেচ্ছাসেবকের শরীরে Covaxin প্রয়োগের ফলাফল সম্প্রতি সামনে এসেছে। পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক! এ বার এই টিকার শক্তি বাড়াতে উদ্যোগী হল Covaxin-এর উৎপাদন ও বন্টনের দায়িত্বে থাকা হায়দরাবাদের নামী প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech)।
জানা গিয়েছে, টিকার প্রয়োগে আরও বেশ সংখ্যক অ্যান্টিবডির উত্পাদন এবং করোনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অনাক্রম্যতা সুনিশ্চিত করতে Covaxin-এর সঙ্গে নতুন একটি অ্যাডজভেন্ট যুক্ত হতে চলেছে। এর জন্য মার্কিন সংস্থার সঙ্গে যোগাযোগ করছে ভারত বায়োটেক (Bharat Biotech)।
অ্যাডজভেন্ট কী?
অ্যাডজভেন্ট (adjuvant) কথাটি এসেছে লাতিন শব্দ ‘অ্যাডজুভারে’ থেকে। ‘অ্যাডজুভারে’ (adjuvare) শব্দের অর্থ হল সহায়ক। এখানে অ্যাডজভেন্ট বলতে ফার্মাকোলজিকাল বা ইমিউনোলজিকাল উপাদান বা পদার্থকে বোঝানো হয়েছে যা অ্যান্টিবডির সংখ্যা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
আরও পড়ুন: হাতে এল স্তন্যপায়ী পশুর উপর ট্রায়ালের রিপোর্ট; দুর্দান্ত ফলাফলে আশা জাগাচ্ছে ভারতের Covaxin!
এ প্রসঙ্গে ভারত বায়োটেকের (Bharat Biotech) চেয়ারম্যান ও পরিচালন অধিকর্তা ডঃ কৃষ্ণ এলা জানান, Covaxin-এর প্রয়োগে শরীরের করোনা-রোধী শক্তিশালী অ্যান্টিবডির সংখ্যা বাড়াতে এবং একই সঙ্গে ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সুরক্ষা সুনিশ্চিত করতে অ্যাডজভেন্ট (adjuvant)-এর জরুরি ভিত্তিতে প্রয়োজন পড়েছে। বিশ্বব্যাপী প্রতিষেধকের সুরক্ষার মেয়াদ বাড়াতে অ্যাডজভেন্টের ব্যবহার করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, Covaxin-এর শক্তি বাড়াতে Alhydroxiquim-II অ্যাডজভেন্টের প্রয়োগের কথাই ভাবা হচ্ছে যা দ্রুত অনেক বেশি সংখ্যক শক্তিশালী অ্যান্টিবডি তৈরির পাশাপাশি করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সুরক্ষা সুনিশ্চিত করতে পারবে।