BIG BREAKING: ১ জানুয়ারি থেকে ভ্যাকসিন পাওয়ার ইঙ্গিত কেন্দ্রের
৩১ ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন দেওয়ার সমস্ত পক্রিয়া শেষ করা হবে।
নিজস্ব প্রতিবেদন: বছর শুরুতেই ভারতে ভ্যাকসিন লঞ্চের ইঙ্গিত। ১ লা জানুয়ারিতেই ভ্যাকসিন লঞ্চ হতে চলেছে। এমনটাই খবর পাওয়া গেল স্বাস্থ্যমন্ত্রক সূত্রে। মঙ্গলবার প্রতিটি রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে স্বাস্থ্য মন্ত্রক। ৩১ ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন দেওয়ার সমস্ত পক্রিয়া শেষ করা হবে।
অন্যদিকে জানা গিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তৈরি ভ্যাকসিন অনুমোদিত হলে তার প্রথম ৫ কোটি ডোজের বেশির ভাগই পাবে ভারত। জানা যাচ্ছে, জানুয়ারিতে ‘কোভিশিল্ড’-কে সবুজ সঙ্কেত দিতে পারে ভারত সরকার।