নিজস্ব প্রতিবেদন: এবার বাচ্চাদের জন্য করোনা ভ্যাকসিন আনছে BioNTech-Pfizer। ১২ থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের জন্য এই ভ্যাকসিন ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সফল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২২৬০ জন নাবালকের উপর এই টিকা প্রয়োগ করে দেখা গিয়েছে তা ১০০ শতাংশ কার্যকর ও শক্তিশালী অ্যান্টিবডি উৎপাদক, দাবি সংস্থার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালি খাবার বানিয়ে বাজিমাত মা-মেয়ের, মাসে ২ লাখ আয়


Pfizer সংস্থার চিফ এক্জিকিউটিভ Albert Bourla জানান তাঁরা ইতিমধ্যেই Food and Drug Administration (FDA) কে টিকার জরুরি ব্যবহারের জন্য এই তথ্য দেওয়ার পরিকল্পনা করছেন। পরবর্তী শিক্ষাবর্ষ শুরুর আগেই যাতে এই ভ্যাকসিন বিশ্বজুড়ে দেওয়া যায় সে ব্যবস্থার কথাও জানিয়েছেন তাঁরা।


আরও পড়ুন: মহামারীর আকার নিয়েছে কিডনির অসুখ, জানা নেই কারণ, টনক নড়েছে প্রশাসনের


প্রসঙ্গত,  BioNTech/Pfizer এর তৈরি ভ্যাকসিন  এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় জায়গাতেই ১৬ বছর ও তাঁর উর্ধ্বদের জন্য অনুমোদন করা হয়। ৬৫ টি দেশে উক্ত সংস্থার টিকা বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এতদিন বড়দের জন্য ভ্যাকসিন তৈরি হলেও বাচ্চাদের জন্য এবারেও কার্যত আশার আলো দেখাচ্ছে এই ভ্যাকসিন।