নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ জন। স্বাস্থ্য দফতর জানাল, ১২ সংক্রমিতের মধ্যে ৪ জন বিহারের ও ১ জন ঝাড়খণ্ডের। সোমবার নতুন করে আক্রান্তের খোঁজ মেলেনি।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাস্থ্য দফতররে পরিসংখ্যান বলছে, ১২ আক্রান্তের মধ্যে ৬ জন কোভিড বা কোভিড সেরে ওঠার পর সংক্রামিত। ৫ জনের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ রয়েছে। তাঁদের মধ্যে ৩ জন করোনা আক্রান্ত বা করোনা থেকে সুস্থ হয়েছেন। সকলেরই অনিয়ন্ত্রিত মধুমেহ রয়েছে। সংক্রমিতের মধ্যে ২২ মে বেসরকারি হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ থাকা ৫ জনের মধ্যে একজন মারা গিয়েছেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বিশেষজ্ঞ কমিটি।


বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ তীব্র আকার নিয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৪ জন। তাঁদের মধ্যে ৪,৪৪৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। ৫৫ শতাংশই ডায়াবিটিস রোগী।''


আরও পড়ুন- ব্ল্যাঙ্ক ও হোয়াইটের পর দেশে সরীসৃপের শরীরে থাকা ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ