ব্ল্যাঙ্ক ও হোয়াইটের পর দেশে সরীসৃপের শরীরে থাকা ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। 

Updated By: May 25, 2021, 12:17 AM IST
ব্ল্যাঙ্ক ও হোয়াইটের পর দেশে সরীসৃপের শরীরে থাকা ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন: গোটা দেশে ক্রমবর্ধমান ব্ল্যাঙ্ক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা। উদ্বেগে রেখেছে হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ বৃদ্ধিও। এবার ব্ল্যাক ও হোয়াইটের থেকেও 'ভয়ঙ্কর' ইয়েলো ফাঙ্গাস চিন্তা বাড়াল স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সোমবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলল। 
     

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৪৫ বছরের রোগীর শরীরে মিলেছে ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ। তাঁর চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে। তাঁর তদারকির দায়িত্বে থাকা চিকিৎসক ব্রিজ পাল ত্যাগী জানালেন,''রোগীর সিটি স্ক্যানে কিছু মেলেনি। কিন্তু এন্ডোস্কপি করতেই ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়ে। সাধারণত সরীসৃপের শরীরেই দেখা যায় এই ফাঙ্গাস। আমি প্রথমবার মানুষের শরীরে দেখলাম।'' 

উপসর্গ কী? ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণে খিদে পায় না। ফলে শরীরে ওজন কমে। দেখা দেয় ক্লান্তিভাব। সংক্রমণ বাড়তে থাকলে রোগীর দেহের ভিতরে রক্তপাত হতে থাকে। একাধিক অঙ্গ বিকলের সম্ভাবনা। শরীরে কোনও ক্ষত থাকলে শুকোতেও অনেক সময় লাগে।

ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ দেহের ভিতরে ক্ষতি করে বলে তা ব্ল্যাক ও হোয়াইটের চেয়ে ভয়াবহ বলে দাবি করেছেন চিকিৎসকরা। ফলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকদের পরামর্শ মেনে পথ্য শুরু করতে হবে। 

আরও পড়ুন- রাজ্যে সামান্য কমল Covid আক্রান্ত, মৃতের সংখ্যা ১৫০-র উপরেই

.