জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার নতুন ভাইরাসের খোঁজ মিলল। মিলল সেই চিনেই। আর এর জেরে নতুন এক অতিমারির আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। করোনার স্মৃতি তো এখন দগদগে ঘা হয়ে আছে। এরপর এখনও আর এক বা একাধিক অতিমারি? চিন একটি রহস্যময় জ্বরের সঙ্গে লড়াই করছে। যা বিশ্বব্যাপী চিকিৎসা বিশেষজ্ঞদের আরও বেশি সতর্ক করেছে। সম্ভাব্য বিপজ্জনক এই ভাইরাসকে 'ককটেল ভাইরাস' হিসাবে চিহ্নিত করে চিনের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রেস্পিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি), এডিনোভাইরাস এবং মাইকোপ্লাজমা নিউমোনিয়াসহ বিভিন্ন ভাইরাস একসঙ্গে আক্রমণ করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন,  Indian Woman with Highest Teeth sets Guinness Record: মুখে দাঁতের বাজার বসিয়ে গিনেস বুকে নাম তুললেন ভারতের কল্পনা!


1. আরএসভি- শ্বাসকষ্টজনিত সিনসিশিয়াল ভাইরাস: এই ভাইরাসগুলি উপরের শ্বাসতন্ত্রকে লক্ষ্য করে, শ্বাসনালীতে সংক্রমণ শুরু করে। আরএসভি সংক্রমণ হালকা ঠান্ডার মতো উপসর্গ থেকে গুরুতর শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে, যা দুর্বল জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ হুমকি তৈরি করে।


2. এডিনোভাইরাস: সাধারণ ফ্লু উপসর্গ যেমন কাশি, সর্দি এবং জ্বরের জন্য পরিচিত, এডিনোভাইরাস অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক সংক্রমণের কারণ হতে পারে, বিশেষত দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থাযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে।


3. মাইকোপ্লাজমা নিউমোনিয়া: মাইকোপ্লাজমা নিউমোনিয়া সাধারণত হাঁটা নিউমোনিয়া নামে পরিচিত একটি ব্যাকটেরিয়া সংক্রমণ, যা শ্বাসকষ্টের ফোঁটার মাধ্যমে ছড়ায়। চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।


প্রসঙ্গত, এই ভাইরাসগুলির একই সঙ্গে ছড়িয়ে পড়াকে "ভাইরাসের ককটেল" বা প্যাথোজেন মিশ্রণ বলা হয়। যা অসুস্থতার তীব্রতা বৃদ্ধি করে, সম্ভাব্যভাবে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। বিশেষজ্ঞরা ভারতে দীপাবলি-পরবর্তী ফ্লু প্রাদুর্ভাবের সঙ্গে এর তুলনা করেছেন, বিশ্বব্যাপী সতর্কতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভাইরাল ককটেল শনাক্তকরণ এবং মোকাবিলার জন্য, রক্ত পরীক্ষা এবং নাকের সোয়াব নমুনার সঙ্গে যুক্ত আরটিপিসিআর পরীক্ষার সুপারিশ করা হয়, যা কোভিড-19 এর ডায়াগনস্টিক পদ্ধতিকেই সামনে আনে। 


যদিও চিনে এই মুহূর্তে কোনও মৃত্যুর খবর নেই। তবে চিনের বিরুদ্ধে অতীতে তথ্য গোপনের অভিযোগ উদ্বেগ বাড়িয়েছে। 


আরও পড়ুন, Swine Flu H1N2: আতঙ্কের নাম শূকর! এবার মানবদেহেই মিলল সোয়াইন ফ্লু'র ভাইরাস...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)