নিজস্ব প্রতিবেদন: দেশে করোনার দৈনিক সংক্রমণের (Corona Daily Cases) পরিসংখ্যানে তেমন হেরফের নেই। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। একদিনে মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। গতকালের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে নতুন আক্রান্ত (Corona Update)। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু (Daily Deaths) ৫০০ ছুঁইছুঁই। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯৭ জন।  স্বাস্থ্য মন্ত্রকের (Health ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শুধু কেরলেই ৫০ শতাংশেরও বেশি মানুষ একদিনে করোনায় সংক্রমিত (infections) হয়েছেন। যদিও টানা পাঁচ দিন ধরে ৪০ হাজারের নিচেই রয়েছে করোনা সংক্রমণ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের থেকে করোনায় সুস্থের সংখ্যা বেশি (Recovery)। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৫৫ হাজার ৫৪৩ জন। স্বাভাবিকভাবেই দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) কমেছে। বর্তমানে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন। বিগত ১৪০ দিনে যা সর্বনিম্ন। দেশে করোনা থেকে সুস্থতার হার (Recovery Rate) বেড়ে ৯৭.৪৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। 


আরও পড়ুন: Covid-19: দৈনিক সংক্রমণে রাজ্যে ফের শীর্ষে কলকাতা, কাছাকাছি দুই ২৪ পরগনা
আরও পড়ুন: Coronavirus: বাংলায় ৩ জনের দেহে মিলল Delta Plus প্রজাতি, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণের ২ জেলা



গত ২৪ ঘণ্টায় করোনার মোট ১৭ লক্ষ ৭৭ হাজার ৯৬২ টি স্যম্পেল টেস্ট করা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর। তবে গত ১৬ দিন ধরে ৩ শতাংশের নিচেই রয়েছে সংক্রমণের হার। দৈনিক সংক্রমণের হার বর্তমানে ২.১৬ শতাংশ। যদিও এরই মাঝে আশার আলো জাগাচ্ছে করোনা টিকার মিক্সিং। উল্লেখ্য, কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মিশ্রিত ডোজ নিয়ে গবেষণার ব্যাপারে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)