নিজস্ব প্রতিবেদন: শুক্রবারের মতো শনিবারেও দেশে করোনা গ্রাফ নিম্মমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জনের। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪৫৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩৭৫।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০। 


দেশে মোট আক্রান্তের নিরিখে সুস্থতার হার ১.১২ শতাংশ। গত ১৫১ দিনে এই পরিসংখ্যান সবচেয়ে কম।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এক দিনে মৃত্যুর সংখ্যা ছিল ৫৪০।  যা গতকালের থেকে সামান্য কিছুটা বেশি।


আরও পড়ুন, ZyCoV-D: ভারতে টিকা ছাড়পত্র পেল জাইডাস ক্যাডিলা, জরুরিকালীন ভিত্তিতেই অনুমোদন


প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউ আসার আগে শিশুদের সুরক্ষিত করতে তৎপর মোদী সরকার। তড়িঘড়ি জাইডাস ক্যাডিলা ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্র। ড্রাগ রেগুলেটরের পক্ষ থেকে জানানো হয়েেছ এক্সপার্ট কমিটি জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)