Coronavirus: দেশে ২৪ ঘণ্টায় বাড়ল করোনায় মৃতের সংখ্যা, সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুইই বেড়েছে।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুইই বেড়েছে। সক্রিয় রোগীর সংখ্যা কমলেও করোনা গ্রাফের ফের ঊর্ধ্বমুখী হার উদ্বেগ বৃদ্ধি করছে দেশে। এক লাফে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা পেরোল সাড়ে ৬০০-র গণ্ডি। বেড়েছে দৈনিক সংক্রমণও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৩২৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৩ হাজার ৭০৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৫৯ হাজার ৫৬২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ১২৬। একদিনে ১৭ হাজার ৬৭৭ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন, New Delta variant AY.4.2: নতুন ডেল্টা প্রজাতি ছড়াচ্ছে ইউরোপ-এশিয়ায়, ভাইরাস ঝড়ে বিপর্যস্ত ব্রিটেন
এদিকে পুজো মিটতেই কলকাতা সহ গোটা রাজ্যেই বাড়ছে করোনা। শনিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মহানগরেই করোনা আক্রান্ত হয়েছে ২৪২ জন। বৃহস্পতিবারের থেকে রাজ্যে বেড়েছে মৃত্যুও। শনিবারে করোনা কবলে মারা গিয়েছেন ১২ জন। দেখা যাচ্ছে, ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।
অন্যদিকে, ডেল্টার নয়া প্রজাতি AY.4.2-এর হানায় বিপর্যস্ত ব্রিটেন। গত জুলাইয়ের পর প্রথমবার ব্রিটেনে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৫০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে যে, গত একদিনে সে দেশে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছে ৫২,০০৯ জন। বিগত আট দিনে ব্রিটেনে ৪০ হাজারের বেশি করোনা সংক্রমণ দেখা গিয়েছে। তবে মৃত্যুহার কিছুটা হলেও কম।