নিজস্ব প্রতিবেন: সোমবারের তুলনায় অনেকটাই কমল ভারতের দৈনিক সংক্রমণ। যদিও এখনও দেশে অব্যাহত করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা। তবে মঙ্গলবারের পরিসংখ্যান অনেকটাই স্বস্তিদায়ক। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুসারে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ২২২ জন। গতকালের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোভিডকে হারিয়ে সুস্থতার হারও বেড়েছে পাল্লা দিয়ে। একদিনে দেশে করোনামুক্ত হয়েছে ৪২ হাজার ৯৪২। ফলে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যার গ্রাফ অনেকটাই নিম্নমুখী। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪। 


আরও পড়ুন, Nipah Virus: উচ্চ মৃত্যুহার, নেই চিকিৎসা, দেশে নয়া উদ্বেগ 'নিপা' সংক্রমণ


রবিবার সক্রিয় রোগীর পরিসংখ্যান চার লক্ষ ছুয়েছিল। তবে কেরল নিয়ে এখনও চিন্তা জারি রয়েছে দেশে। দক্ষিণের রাজ্যটিতে সংক্রমণ কিছুটা কমলেও দেশের মোট করোনা আক্রান্তের বেশিরভাগই কেরলে থেকে। 


অন্যদিকে, একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫০৫ জন। রাজ্যের পজিটিভিটি রেট বা সংক্রমণের হার ১.৯২ শতাংশ। দৈনিক করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭জন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)