নিজস্ব প্রতিবেদন: দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। সেই তুলনায় কিছুটা কমেছে মৃত্যু। একদিনে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৫৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৬০ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৬০০-র ওপরে ছিল। তবে সামান্য কমছিল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৬৪০ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছিল ৪৩ হাজার ৫০৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে বৃহস্পতিবার ৪৭ লক্ষ দেশবাসীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশে মোট টিকাকরণের সংখ্যা পেরিয়েছে ৪৫ কোটি ৫৫ লক্ষের গণ্ডি।


আরও পড়ুন, রাজ্যে সামান্য কমল Covid সংক্রমণ, ১০০-র উপরেই আক্রান্ত উত্তর ২৪ পরগনায়


বর্তমানে অ্যাক্টিভ কেস ৪ লক্ষ ৫ হাজার ১৫৫, যা গতকালের তুলনায় বেশি। করোনাকে হারিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজার ৯৭২ জন। এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জনের। 


এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাসের কবলে পড়েছেন ৭৬৬ জন।বাংলায় মৃত্যু হয়েছে ১৪ জনের।  রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮২২ জন। সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা।