রাজ্যে সামান্য কমল Covid সংক্রমণ, ১০০-র উপরেই আক্রান্ত উত্তর ২৪ পরগনায়
বৃহস্পতিবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১৪ জনের।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে গতকালের চেয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ (West Bengal Covid Cases)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। এ দিনও একশোর উপরে থাকল উত্তর ২৪ পরগনার কোভিড সংক্রমণ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ৭৬৬। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৮১৫ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৫ হাজার ৯৩৬ জনের। সংক্রমণ হার ১.৬৭%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬৪। ১০৬ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। গতকালই একশোর উপরে উঠেছিল। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩২, ৫০ ও ৫৬। উত্তরের ৩ জেলা- কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩৮, ৬৯ ও ৪০। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪৮ ও ৪৫ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১১ হাজার ৩০০ জন।
বৃহস্পতিবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১৪ জনের। ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৩ জন। জলপাইগুড়িতে ৪ জন মারা গিয়েছে। ১ জনের মৃত্যু হয়েছে দার্জিলিঙে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৮২২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.০৭%।
এ দিন ৪ লক্ষের কাছাকাছি টিকা (Covid Vaccine) দেওয়া হয়েছে রাজ্যে। টিকাকরণ হয়েছে ৩ লক্ষ ৯৬ হাজার ৭১৯ জনের। ৩ লক্ষ ৭৪ হাজার ৭৩২ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২১ হাজার ৯৮৭ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ২ কোটি ৮৩ লক্ষ ১৪ হাজার ৪৪০ জনের।
আরও পড়ুন- কোভিড-শর্ত মেনে রাজ্যে খুলছে সিনেমাহল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল Nabanna