Coronavirus: প্রায় ২ বছর পর দেশে হাজারের নীচে সংক্রমণ, মৃত্যু কমে ১৩
অতিমারী ভাইরাসের ক্রমাগত ধাক্কায় বেসামাল ছিল দেশ। তবে সেই চিত্রে এবার কিছুটা বদল ঘটল।
নিজস্ব প্রতিবেদন: একদিকে যখন বিশ্বে রয়েছে ওমিক্রনের সংকর প্রজাতি নিয়ে চিন্তা, সেই সময় ভারতের করোনা লড়াইয়ে কিছুটা স্বস্তির চিত্র। পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ বছর পর দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজারের নীচে নামল। অতিমারী ভাইরাসের ক্রমাগত ধাক্কায় বেসামাল ছিল দেশ। তবে সেই চিত্রে এবার কিছুটা বদল ঘটল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৬। পাশাপাশি অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৩৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২৯ হাজার ৪৪।
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ৫২ হাজার ৪৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ১২ লক্ষ ২২ হাজার ৯২১। এদিকে করোনা নিয়ে চিনে নতুন করে চিন্তা বেড়েছে। দু’বছর আগে করোনার প্রথম স্ফীতির পর এক দিনে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হল চিনে। রবিবার চিনের স্বাস্থ্য কমিশনের দেওয়া বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৪৬ জন।
চিনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাই এখন করোনার অন্যতম এপিসেন্টার। রবিবারের তথ্য অনুযায়ী, সাংহাইয়ে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন আট হাজারের বেশি মানুষ। যা দেশের মোট সংক্রামিতের প্রায় ৭০ ভাগ। বর্তমান পরিস্থিতিতে চিনের একাধিক প্রদেশে লকডাউন কার্যকরও হয়েছে।
আরও পড়ুন, Covid Impact: মস্তিষ্কে সুদূরপ্রসারী ক্ষতি করছে করোনা সংক্রমণ, বলছে গবেষণা