নিজস্ব প্রতিবেদন: করোনা নিয়ন্ত্রণে কোভ্যাকসিন ৮১ শতাংশ কার্যকরী। এমনটাই দাবি করল ভ্যাকসিনের নির্মাতা সংস্থা ভারত বায়োটেক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার Covaxin এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে  Bharat Biotech। কোম্পানির  তরফে জনানো হয়েছে, তৃতীয় পর্যয়ের ট্রায়ালে মোট ২৫,৮০০  মানুষের উপরে ওই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছিল। ভারতে এত মানুষের উপরে কোনও করোনা ভ্যাকসিনের ট্রায়াল আগে হয়নি। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৮১ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হননি।


আরও পড়ুন-BJP-TMC-কে খুশি করতে কেউ কিছু বললে তা Congress-র নয়, ফের সরব Adhir


ভারত বায়োটেকের(Bharat Biotech) তরফে ম্যানেজিং ডিরেক্টর ডা কৃষ্ণ এলা সংবাদমাধ্যমে জানিয়েছেন, কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের আমাদের হাতে এখন তিনটি ট্রায়ালেরই রেকর্ড এসে গেল। কোভিড-১৯ কে ঠেকানোর পাশাপাশি করোনা নতুন প্রজাতির বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।


আরও পড়ুন-প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ High Court-র, ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের


কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ১৮-৯৮ বছর বয়স্ক মোট ২৫,৮০০ জনের উপরে টিকা প্রয়োগ করা হয়েছিল। তার মধ্যে ২,৪৩৩ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়াও ৪৫০০ জনের কোমর্বিডিটি ছিল।