করোনার বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে ভারত! দেশজুড়ে সুস্থতার হার ৭১.৯ শতাংশ
ICMR-এর দেওয়া হিসাব অনুযায়ী, রবিবার পর্যন্তই ভারতে ৩ কোটি ৪১ হাজার ৪০০ জনের করোনা পরীক্ষা করানো হয়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ১৮ লক্ষ ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ লক্ষ ৭৩ হাজার ৯৫ জনের। ভারতেও করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। প্রতিদিনই ৫৫-৬০ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায়।
এই পরিস্থিতিতে সপ্তাহ খানেক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডঃ সৌম্য স্বামীনাথন একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে জানান, ভারতে পর্যাপ্ত সংখ্যক করোনা পরীক্ষা হচ্ছে না। অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা পরীক্ষার হার অনেকটাই কম। তবে আগের তুলনায় এ দেশে প্রতিদিন অনেক বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) জানাচ্ছে, ৩ কোটিরও বেশি মানুষের করোনা পরীক্ষা করানো হয়ে গিয়েছে। ICMR-এর দেওয়া হিসাব অনুযায়ী, রবিবার পর্যন্তই ভারতে ৩ কোটি ৪১ হাজার ৪০০ জনের করোনা পরীক্ষা করানো হয়ে গিয়েছে।
আরও পড়ুন: সমস্ত বিতর্ক উপেক্ষা করে বিশ্বের প্রথম করোনার টিকার উৎপাদন শুরু করে দিল রাশিয়া!
শুধু রবিবারেই দেশজুড়ে ৭ লক্ষ ৩১ হাজার ৬৯৭ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬৩ হাজার মানুষের রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে। সূত্রের খবর, বর্তমানে দেশে যত জনের করোনা পরীক্ষা করানো হচ্ছে তাঁদের মধ্যে ৮.৬১ শতাংশের রিপোর্ট পজেটিভ। দেশে করোনায় সুস্থতার হার ৭১.৯ শতাংশ এবং মৃত্যুর হার ১.৯২ শতাংশ। প্রতিদিনই দেশজুড়ে লক্ষাধিক মানুষের করোনা পরীক্ষা করানো হচ্ছে। সব মিলিয়ে এ দেশেও যত বেশি সংখ্যক করোনা পরীক্ষার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বিশেষজ্ঞরা।