Covid 19: দেশে ব্যপক বৃদ্ধি পেল কোভিড, একদিনে সংক্রমিত ১৮০০০
ভারতে গত ২৪ ঘন্টায় ১৮,৮১৯ টি নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা লক্ষ্য করা গিয়েছে। একই সঙ্গে ৩৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই তথ্য।
নিজস্ব প্রতিবেদন: ভারতে গত ২৪ ঘন্টায় ১৮,৮১৯ টি নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা লক্ষ্য করা গিয়েছে। একই সঙ্গে ৩৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই তথ্য।
এছাড়াও ১৩,৮২৭ জন রোগী সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। মোট সক্রিয় কোভিড সংক্রমণ হয়েছে ১,০৪,৫৫৫। দেশে এখন মোট মৃতের সংখ্যা ৫,২৫,১১৬। মাত্র ২৪ ঘন্টায় দেশে ৪,০০০ এরও বেশি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
বুধবার ভারতে ১৪,৫০৬ টি নতুন কোভিড কেসের খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে জানা গিয়েছে এই জাতীয় সংক্রমণের মোট সংখ্যা ৪,৩৪,৩৩,৩৪৫ হয়েছে। সক্রিয় সংক্রমণের সংখ্যা হয়েছে ৯৯,৬০২। ভারতে করোনভাইরাসের ফলে ৩০ জনের মৃত্যু হয়েছে। বুধবার মোট মৃতের সংখ্যা হয়েছে ৫,২৫,০৭৭।
আরও পড়ুন: Bengal Covid Update: গত একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই
গতকাল মোট সংক্রমণের ০.২৩ শতাংশ ছিল সক্রিয় সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে কোভিড থেকে আরোগ্যলাভের জাতীয় হার ছিল ৯৮.৫৬ শতাংশ।
বুধবার সক্রিয় কোভিড -১৯ সংক্রমণে ২,৯০২টি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।