নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রক শনিবার জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশে ১,১৫০ জন নতুন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ জন মারা গেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩০,৩৪,২১৭-য়। এছাড়াও মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা হয়েছে ১১,৩৬৫।


কোভিড সংক্রমণের ক্ষেত্রে ২৪ ঘণ্টায় ১২৭টি কেস হ্রাস পেয়েছে বলে জানা গেছে। মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৫,২১,৬৫৬।


স্বাস্থ মন্ত্রকের মতে বর্তমানে সক্রিয় সংক্রমণ দেশের মোট সংক্রমণের ০.০৩ শতাংশ। দেশে রোগমুক্তির হার ৯৮.৭৬ শতাংশ। 


আরও পড়ুন: Delhi: কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি অগ্নিকাণ্ড দিল্লিতে; আহত ছয় দমকলকর্মী


কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রক আরও জানিয়েছে যে প্রাত্যহিক সংক্রমণের হার হয়েছে ০.২৫ শতাংশ। এছাড়াও সাপ্তাহিক সংক্রমণের হার ০.২৩ শতাংশ। 


এছাড়াও দেশে মোট রোগমুক্ত হয়েছেন ৪,২৫,০১,১৯৬ জন। এছাড়াও জানা গেছে দেশের মৃত্যুর হার ১.২১ শতাংশ। 


ভারতে এখনও পর্যন্ত মোট ১৮৫.৫৫ কোটির বেশি মানুষকে কোভিডের টিকা দেওয়া হয়েছে।  এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের তরফে বুস্টার ডোজ দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। সকল প্রাপ্তবয়স্ক নাগরিক এই টিকা পাবেন বলে জানা গেছে।